চট্টগ্রাম মহানগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজ এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রাত পৌনে ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে রাত ১০টার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আগ্রাবাদের বাদামতলী মাজারের সামনে রাস্তার নালার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে পড়ে ময়লা আবর্জনার মধ্যে ডুবে যান তিনি।
নিখোঁজ সেহরিন মাহমুদ সাদিয়া (২০) নগরীর হালিশহর থানার বড়পুল মইন্যা পাড়া এলাকার বাসিন্দা ও নগরীর সদরঘাট ইসলামীয়া ডিগ্রি কলেজের ছাত্রী।
খবর পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে ফায়ার সার্ভিস ক্রেনের সাহায্যে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে স্থানীয়দের সহযোগিতায় রাতভর তল্লাশি চালিয়েও সাদিয়ার খোঁজ মিলেনি।
এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নিউটন চাকমা জানান, রাতে আগ্রাবাদ মাজার গেইটের পাশের ড্রেনে ২০ বছরের এক তরুণী পড়ে যায়। এমন খবর পেয়ে সাথে সাথে উদ্ধার টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে নেমে পড়ে।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া জানান, রাত আনুমানিক ১০ টার দিকে কলেজছাত্রী সাদিয়া আগ্রাবাদের শাহজালাল চশমা মার্কেট থেকে চশমা কিনে বাসায় ফেরার পথে আগ্রাবাদ প্রাইম ব্যাংকের পাশে ড্রেনে পড়ে যায়। এসময় তার সাথে তার মামা ছিলেন। পড়ার সাথে সাথে ড্রেনের প্রবল স্রোতে তলিয়ে যায় তিনি। নিখোঁজ সাদিয়ার মামা সাথে সাথে লাফ দিয়েও তাকে ধরতে পারেনি।
—–ইউএনবি
আরও পড়ুন
এলো ফার্স্টলুক, কবে মুক্তি পাবে রানির নতুন সিনেমা
গরমে কিশমিশ ভেজানো পানি পান করা কেন জরুরি?
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের