January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 7th, 2023, 8:58 pm

চট্টগ্রামে পাহাড় কাটার সময় মাটিচাপায় ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম মহানগররীর আকবরশাহ থানার বেলতলি ঘোনা এলাকায় পাহাড় কেটে সড়ক তৈরির সময় পাহাড় ধসে অন্তত তিন শ্রমিক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও কয়েকজন।

শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যার আগে এ ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে খোকা (৪৫) নামে এক যুবকের পরিচয় পাওয়া গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা এনামুল হক।

তিনি বলেন, পাহাড়ের মাঠি ধসে হতাহতের খবর পেয়ে ‘আমরা কাজ করছি৷ হতাহতের সংখ্যা এখনও জানানো যাচ্ছে না।’

এদিকে পাহাড় ধসের খবর পেয়ে সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলে যান চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে- আজকে ইফতারের পূর্বমুহূর্তে আনুমানিক বিকাল ৫টা ৪৫ মিনিটে আকবর শাহ মাজারস্থ বেলতলী ঘোনা নামক এলাকায়য় শ্রমিকরা পাহাড়ের মাঠি কাটার সময় পাহাড় ধসে বেশ কয়েকজন মাটি চাপা পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তিনজন মারা যায়।

উল্লেখ্য, আকবরশাহ এলাকার বেলতলী ঘোনায় রাস্তা করার জন্য পাহাড় কাটা হচ্ছে এমন অভিযোগে গত ১১ ফেব্রুয়ারি অভিযান চালিয়েছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় পাহাড় কাটার অভিযোগে মো. শাহজাহান (৪০) নামে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটরও জব্দ করা হয়। অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমেদ ও আকবরশাহ থানার সাব ইন্সপেক্টর আলাউদ্দিন।

—-ইউএনবি