জেলার বাঁশখালী উপজেলায় পাহাড়ের একাংশ ধসে পাঁছ বছরের এক শিশু মারা গেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার সরল ইউনিয়নে জঙ্গল পাইরাং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সাইমন (৫) ওই এলাকার রশিদ আহমদের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, বাড়ির উঠানে খেলছিল শিশু সাইমন। এ সময় বাড়ির পাশের একটি পাহাড়ের মাটির কিছু অংশ হঠাৎ করে ধসে পড়ে সাইমুনের ওপর। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
–ইউএনবি
আরও পড়ুন
জনগনের রায়ে নির্বাচিত হলে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি
সৌদিআরবে অগ্নিকান্ডে নিহত প্রবাসী আকাশ, ছয় মাসেও লাশ আনতে পারেনি পরিবার
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত