চট্টগ্রাম বহদ্দারহাটে বিএনপির সমাবেশ থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন সদস্য সচিব আবুল হাসেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
সোমবার (২৯ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানায় পুলিশের ওপর হামলার অভিযোগ এনে এ মামলা করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বিএনপির নেতাকর্মী বিনা কারণে পুলিশের ওপর হামলা করেছে। এ ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫ থেকে ৬০০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
জানা গেছে, গতকাল রবিবার (২৮ মে) বিকেলে মহানগর বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকা থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিছিল বের হয়। মিছিলটি বহদ্দারহাট এলাকায় পৌঁছালে নেতারা সমাপনী বক্তব্য দেওয়ার সময় পুলিশ বাঁশি বাজিয়ে ও লাঠি চার্জ করে নেতাকর্মীদের রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে তারা পুলিশের প্রতি ইটপাটকেল ছুঁড়ে মারে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তবে কোন পুলিশ বা নেতাকর্মী আহত হয়নি।
সে সময় বিএনপির নেতারা জানিয়েছেছিলেন পুলিশের ওপর কোন হামলা ঘটনা ঘটেনি।
—-ইউএনবি
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার