চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে বাধা ও পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনায় ৩৫ জনের নাম উল্লেখ করে ১ হাজার ২০০ লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে (১৩ ফেরুয়ারি) সিএমপির কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দপ্তরের পেশকার মো. আবু জাফর চৌধুরী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, গতকাল নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার এলাকায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধ হকাদের উচ্ছেদ করতে গেলে তারা ম্যাজিস্ট্রেটকে বাধা দেয়, এই সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে চসিকের অন্তত সাতজন কর্মচারী আহত হন ও ৪টি গাড়ি ভাঙচুর করা হয়।
এই ঘটনায় আজ কোতোয়ালি থানায় একটা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
—-ইউএনবি
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের
জামায়াত নেতা এটিএম আজহারের আপিল শুনানি পেছাল