চট্টগ্রামের পটিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবলীগের তিন নেতা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমজুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জমির উদ্দিন (৫৩), হাইদগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম (৩৮) ও যুবলীগ নেতা ইকবাল (৪০)। তাদের প্রথমে পটিয়া জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের অনুসারী।
এ বিষয়ে বদিউল আলম জানান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুল হক চৌধুরী নবাবের নেতৃত্বে তার নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে।
এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুল হক চৌধুরী নবাবকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, তিনজন গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছেন। তবে বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি।
অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন