চট্টগ্রাম মহানগরীর সিটি গেট এলাকায় সোমবার বিকাল পৌনে ৪টার দিকে ফার্নিচারের কারখানায় আগুন লেগে দু’জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা নিউটন দাস জানান, সোমবার বিকাল পৌনে ৪টার দিকে ফার্নিচারের কারখানায় আগুন লাগে এবং দ্রুত তা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন