Saturday, December 11th, 2021, 12:13 pm

চট্টগ্রামে বস্তিতে আগুন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

চট্টগ্রাম বন্দর নগরীর আগ্রাবাদ ডিটি এলাকার শনিবার ভোর রাতে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, ভোর ৪টার দিকে বস্তিতে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তদন্তে পর আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।