চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মসজিদের ইমাম নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকালের দিকে পটিয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা হোসেন মোহাম্মাদ ইস্কান্দার জামি (৫৫) পটিয়ার একটি মসজিদের পেশ ইমাম এবং প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড পটিয়া শাখার ইনচার্জ ছিলেন।
স্থানীয়রা জানায়, বিকালে মাওলানা ইস্কান্দার জামি মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কক্সবাজারগামী একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পটিয়া বড়লিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানু জানান, নিহত মাওলানা ইস্কান্দার উপজেলার বরলিয়া ইউনিয়নের পেরোলা গ্রামের একরাম চৌধুরীর ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির পরিদর্শক স্নেহাংশু বিকাশ সরকার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও বাসটি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
—-ইউএনবি
আরও পড়ুন
বেরোবিতে শহীদ পরিবারকে সম্মাননা ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত
অসহায় শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন আরপিএমপি কমিশনার
পাবনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে মারামারিতে জড়ালো ছাত্রদল, মোটরসাইকেল ভাংচুর