চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন নতুন ব্রিজ এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ এবং দুই নারীসহ চারজনকে আটকের দাবি করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার থেকে আসা মারছা পরিবহনের বাস নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন (নতুন ব্রিজ) মইজ্জ্যার টেক চেক পোস্টে পৌঁছালে তাতে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।
আটক চারজন হলেন- অলক ধর (২৩), নারায়ণ ধর (৩৮), তার স্ত্রী জুলি ধর (৩৫) ও পরিতোষ ধর (৩৮)। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার সাধনপুরে বলে পুলিশ জানায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম নগরী মইজ্জ্যার টেক এলাকা থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ করেছে। কক্সবাজার থেকে আসা একটি বাসে এ স্বর্ণ মিলেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় দুইজন পুরুষ ও দুইজন নারীকে আটক করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার