November 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 31st, 2025, 10:55 pm

চট্টগ্রামে বাস উল্টে ২৭ নারী পুলিশ সদস্য আহত

 

চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসে নারী পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ২৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দামপাড়া পুলিশ লাইনস থেকে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন জানান, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ডিউটির উদ্দেশে সাগরিকা স্টেডিয়ামে যাচ্ছিলেন সিএমপির নারী পুলিশ সদস্যরা। এ সময় লাইনসের ভেতরের ঢালু পথে নামার সময় বাসটির ব্রেক ফেল করে। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে গাছে ধাক্কা খায়।

তিনি আরও জানান, চালক দ্রুত গাছে বাস আটকে দিয়ে বড় দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করেন। তবুও বাসে থাকা ২৭ জন নারী পুলিশ সদস্য আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম আশেক বলেন, “আহতদের মধ্যে ১২ জনকে চমেকে আনা হয়েছে। বাকিদের দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

এনএনবাংলা/