January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 9th, 2024, 1:19 pm

চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট উদ্ধার

বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়- ‘বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (YAK 130) যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার শিকার হয়েছে।’

এতে আরও বলা হয়- বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) বন্দর জোনের উপ-কমিশনার শাকিলা সোলতানা বলেন, পতেঙ্গার বোট ক্লাবের কাছে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়।

আহত পাইলটদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

—–ইউএনবি