October 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 20th, 2025, 8:54 pm

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা লাশ উদ্ধার

ফাইল ফটো

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী শামীম মাকসুদ খান জয় (২৬) এর হাত-পায়ের রগ কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাতে নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার রিং রোডসংলগ্ন সাগরতীরের কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শামীম বরিশালের বাবুগঞ্জ উপজেলার শহীদুল হক খানের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে চট্টগ্রাম নগরের বড়পোল এলাকার বন্দর আবাসিক এলাকায় বসবাস করতেন। শামীম ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতক সম্পন্ন করেন এবং সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে শামীম বাসা থেকে বের হন। বের হওয়ার আগে মোবাইলে একটি কল পান এবং মাকে জানান, তিনি ফোন করা ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। পাশাপাশি জানান, একটি চাকরির ইন্টারভিউতেও যাবেন। তবে তিনি নিজের মোবাইল ফোনটি বাসায় রেখে যান। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল করিম জানান, বিকেলে স্থানীয়রা কাশবনের ভেতরে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রথমে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থল তাদের আওতাধীন ভেবে লাশ উদ্ধার করে। পরে এলাকা বন্দর থানার অন্তর্ভুক্ত নিশ্চিত হলে রাত ২টার দিকে লাশ বন্দর থানায় হস্তান্তর করা হয়। পরিবারের সদস্যরা এরপর চমেক হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

নিহতের বাবা শহীদুল হক খান বলেন, ‘রোববার সন্ধ্যায় এক অচেনা নাম্বার থেকে ফোন পেয়ে জানতে পারি, শামীমের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ছেলের হাত-পায়ের রগ কাটা, পাশে একটি এন্টি কাটার পড়ে আছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। সে শান্ত প্রকৃতির ছেলে। তার মোবাইলের কল রেকর্ডের সূত্র ধরে খুনিদের চিহ্নিত করা সম্ভব।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ‘ঘটনাস্থল থেকে একটি এন্টি কাটার উদ্ধার করা হয়েছে। নিহতের হাত ও পায়ের রগ কাটা ছিল। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, ঘটনার পেছনের রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

এনএনবাংলা/