Monday, January 31st, 2022, 1:54 pm

চট্টগ্রামে ভোজ্যতেল কারখানায় আগুন

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় সোমবার সকালে একটি ভোজ্যতেল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, সকাল সাড়ে ১০টার দিকে আগ্রাবাদে সাগরিকা স্টেডিয়ামের কাছে জাসমির ভোজ্যতেল কারখানায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এখন পর্যন্ত কোনো হতাহাত বা আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান শাহজাহান।

—ইউএনবি