October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 3rd, 2023, 9:26 pm

চট্টগ্রামে সিইসির কুশপুত্তলিকা দাহ

এক তরফা নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চট্টগ্রামে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কুশপুত্তলিকা দাহ করেছে জাতীয়তাবাদী যুবদল।

রবিবার (৩ ডিসেম্বর) চলমান ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে চট্টগ্রামে মহানগরীর চান্দগাঁও আরকান সড়কে মিছিল শেষে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের নেতৃত্বে যুবদলের নেতা-কর্মীরা ইসি কাজী হাবিবুল আউয়ালের কুশপুত্তলিকা দাহ করে।

এসময় যুবদল নেতারা বলেন, নির্বাচন কমিশন রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা পরিবর্তনে নির্বাচন কমিশনের ভূমিকাই মুখ্য। কিন্তু বর্তমান সরকারের ক্ষমতাকে কুক্ষিগত করতে পক্ষপাতদুষ্ট এই কমিশন ইনিয়ে-বিনিয়ে জাতিকে ধোকা দিয়ে একটা প্রহসনের নির্বাচনের আয়োজন করার চেষ্টা করছে। অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের নতুন তফসিল ঘোষণার জোর দাবি জানান।

এসময় মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে অষ্টম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী মো. সেলিম উদ্দিন এর নেতৃত্বে এবং যুবদলে মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে নগরীর খুলশী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন পিন্টু ও লালখান বাজার ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে যুবদলের নেতা-কর্মীরা আমবাগান এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে রেলপথ অবরোধ করে।

তাছাড়া সকালে দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের নেতৃত্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া আদুনগর এলাকায় প্রধান সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে।

—-ইউএনবি