January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 7th, 2022, 1:45 pm

চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়া উপজেলার লড়িহারা এলাকায় মঙ্গলবার রাতে ৪৩ বছর বয়সী এক স্বর্ণ ব্যসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

নিহত বিমান ধর চট্টগ্রাম নগরীর রাহারতারপুলে জুয়েলারি দোকানের মালিক ও উপজেলার দুলাল ধরের ছেলে।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক রহমান জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বিমানের গলা কাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, পুলিশের ধারণা দোকান থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

তারেক বলেন, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি ধারালো অস্ত্র জব্দ করেছে পুলিশ। হত্যার পেছনের উদ্দেশ্য উদঘাটন এবং খুনিদের ধরতে তদন্ত চলছে।

—-ইউএনবি