চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। এসময় আরও দুজন আহত হয়েছেন। রবিাবর (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার সময় উপজেলার পৌর সদরস্থ হাজেরা হ্যাভেন কমিউনিটি সেন্টারের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ মেহেদিনগর গ্রামের মো. আলমগীরের ছেলে মেহেদি হাসান (১৩) ও বাগেরহাটের চিতলমারীর মিন্টু মিয়া ছেলে মো. সিয়াম (১০)।
হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির পরিদর্শক মো. আমীর ফারুক জানান, ঢাকামুখী একটি মিনি ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে মাছ নামানোর সময় অপর একটি মালবাহী গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই শিশু নিহত হয়। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ দুটি উদ্ধার এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন