চট্টগ্রামের লোহাগাড়ায় একটি পিকনিক বাস সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার ৩টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অভিজিৎ (৩৪) ও সাখাওয়াত ছিদ্দিক (৩৫)।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন রহমান বলেন, মধ্যরাত ৩টার দিকে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে কক্সবাজারগামী পিকনিক বাসটি মহাসড়কের পাশের গাছে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর গাড়ি থেকে পড়ে গিয়ে বাসের চাকার নিচে পিষ্ট হয় দুই যাত্রী।
তাদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ বাসটি জব্দ করেছে বলে জানান এসআই।
—-ইউএনবি
আরও পড়ুন
হঠাৎ কক্সবাজারে পরীমণি! কাকে দিলেন সারপ্রাইজ?
৭৫ কোটির গ্যাসের বকেয়া কমে এখন ২৪ কোটি ডলারে
হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’