চট্টগ্রামের বাকালিয়ার নতুন ব্রিজ এলাকায় হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন।
পরে নগরীর নন্দন কানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ফায়ার সার্ভিস আসার আগেই বাসটি বেশিরভাগ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নন্দন কানন ফায়ার স্টেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. আলী বলেন, ‘বাসটি কক্সবাজার যাওয়ার জন্য যাত্রী উঠাচ্ছিল। হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।’
আগুনে বাসের কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি নিয়ন্ত্রণ কক্ষ।
—-ইউএনবি

আরও পড়ুন
রংপুর-১ আসনে মোকাররম হোসেন সুজনকে মনোনীত করায় ঐক্যবদ্ধভাবে উৎফুল্ল বিএনপি নেতাকর্মী
কুড়িগ্রামে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা
সুন্দরবনের দুবলার চরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড