চট্টগ্রাম মহানগরীর একটি ৩ তলা ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুর রাজ্জাক জানান, সকাল থেকে মহানগরীর পাহাড়তলী সরাইপাড়ায় ড্রেনের কাজ চলছিল। এ সময় হঠাৎ ওই ৩ তলা ভবনটি হেলে পড়ে। এ ঘটনার পরই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।
এর আগে ২৫ নভেম্বর নগরীর অক্সিজেনের রউফাবাদ এলাকায় একটি ৪ তলা ভবন হেলে পড়ে। এ নিয়ে জেলা প্রশাসনের একটি তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
সরকারকে তত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে: মির্জা ফখরুল
নোয়াখালী বিভাগের দাবীতে ছাত্র-জনতার বিক্ষোভ
কালীগঞ্জে কেঁচো সার প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি, কৃষি কর্মকর্তা অভিযুক্ত