চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার মাঝিরঘাট পার্বতী পুকুর পাড়ের পাঁচ তলা বিশিষ্ট একটি ভবন হেলে পড়েছে। সোমবার রাত ১১ টার দিকে হেলে পড়ার দৃশ্য নজরে এলে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানায়, মাঝিরঘাট স্ট্যান্ড রোড এলাকায় একটি ভবন হেলে পড়ার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে একটি রেসকিউ টিম রাত ১১ টায় ঘটনাস্থলে যায়।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিস টিম লিডার সহকারী পরিচালক ফারুক সিকদার জানান, মাঝিরঘাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের নালার খনন কাজ করার কারণে একটি ভবন হেলে পড়ে পাশের ভবনের উপর।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওই ভবনের সকল বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছি।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২