চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটি হোটেলের কক্ষ থেকে বৃহস্পতিবার রাতে ২৫ বছর বয়সী এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
কর্মকর্তারা জানান, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে ওই নারী একজন পুরুষের সঙ্গে হোটেলে উঠেন। তারা দুজনেই নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিয়েছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে ওই ব্যক্তি হোটেল থেকে বেরিয়ে যান।
তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে ওই কক্ষ থেকে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে।
ওসি জানান, লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ওই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন