চট্টগ্রামের কর্ণফুলীতে গাঁজা বহনের অভিযোগে দুই নারী ও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৯ কেজি গাঁজা জব্দ করার দাবি করেছে র্যাব।
বুধবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়েকের শাহ আমানত ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৭ এর একটি দল।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
গ্রেপ্তার আসামিরা হলেন- ইমতিয়াজ উদ্দিন ইমন (২৬), বিউটি বেগম (৩৫) ও হামিদা (৩৫)।
শরীফ-উল আলম জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাওয়ার সময় একটি আন্তঃনগর বাসকে থামানোর সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই নারী ও এক যুবক বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তাদের তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২৯ কেজি গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে মাদকদ্রব্য বহনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনের চোখ ফাঁকি দিয়ে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা করছিলেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
—–ইউএনবি
আরও পড়ুন
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
জুলাই গণহত্যা: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জন ট্রাইব্যুনালে
ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন