প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার চট্টগ্রামে ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ছয়টি প্রস্তাবিত প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন।
প্রধানমন্ত্রী বন্দর নগরীর ঐতিহাসিক রেলওয়ে পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা ইউনিট আয়োজিত সমাবেশে যোগদানের আগে প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
৩৫টি প্রকল্পের মোট ব্যয় তিন হাজার ৩৯৮ কোটি ৬৬ লাখ টাকা।
এর মধ্যে ২৯টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছেএক হাজার ৮৯৭ কোটি ৬১ লাখ টাকা, অন্য ছয়টি প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় এক হাজার ৫০১ কোটি ৫ লাখ টাকা।
চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও টার্মিনালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার হালদা নদী ও ধুরং খালের তীর রক্ষা ও বন্যা নিয়ন্ত্রণ, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসা ভবন নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পগুলোর মধ্যে ছিল।
—ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক