January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 17th, 2024, 7:46 pm

চট্টগ্রামে ৪৫১ গ্রাম স্বর্ণ জব্দ, প্রবাসী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৫১ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে। এ সময় এক প্রবাসীকে আটক করার দাবি করেছে পুলিশ।

রবিবার (১৭ মার্চ) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আটক যাত্রী মোহাম্মদ নেজাম উদ্দিন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা।

ক্যাপ্টেন জানান, সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন ওই প্রবাসী। এ সময় এনএসআই টিম তার সঙ্গে থাকা স্কচটেপ দিয়ে মোড়ানো ব্যাগটি তল্লাশি করে ব্যাগের ভেতরে গুঁড়ো করা স্বর্ণ উদ্ধার করে।

বিমানবন্দর সূত্র জানায়, তার কাছে ২৩৫ গ্রাম নিখাদ স্বর্ণের গুঁড়ো (২৪ ক্যারেট) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) এবং ১টি স্বর্ণবার (২৪ ক্যারেট, ১১৬ দশমিক ৫ গ্রাম) পাওয়া যায়। যার ওজন ৪৫১ গ্রাম। বাজার মূল্য ৩৯ লাখ ৮৫ হাজার ৪২০ টাকা। স্বর্ণগুলো বিমানবন্দর কাস্টমসকে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় বিমানবন্দর কাস্টমস কর্তৃক ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।

—–ইউএনবি