চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় বৃহস্পতিবার দুপুরে দুটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আট ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদামে। স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হলেও রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী সংস্থা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি।
ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি মিলিয়ে মোট ২৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি উদ্ধার অভিযান ও আগুন নেভাতে রোবট ব্যবহার করা হচ্ছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, ‘রোবট ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’
ঘটনার জেরে আগুন লাগা ভবনের ৮ম তলা ধসে পড়েছে এবং ভিতরে থেমে থেমে বিস্ফোরণ ঘটছে। প্রচণ্ড তাপের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা সরাসরি ভবনের কাছে যেতে পারছেন না; দূর থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। তাপের প্রভাবে পাশের তিনতলা একটি ভবনেও আগুন ছড়িয়ে পড়েছে। আশপাশের অন্য কারখানাগুলোর কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে পানি ছিটিয়ে ভবন ঠান্ডা রাখার চেষ্টা করছেন।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, ‘আগুন লাগা প্রতিষ্ঠানগুলো তোয়ালে ও হাসপাতালের যন্ত্রপাতি তৈরি করত। প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে গেছে। আপাতত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
সিইপিজেডের নির্বাহী পরিচালক মো. আব্দুস সোবহান বলেন, ‘আগুন মূলত সপ্তম তলায় লেগেছে, যা গুদাম হিসেবে ব্যবহার করা হতো। ভবনে কাজ করা প্রায় ৭০০ শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।’
এনএনবাংলা/
আরও পড়ুন
সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ৩০ নভেম্বর পর্যন্ত
জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির
টাঙ্গাইলে ভ্যান-মাহিন্দ্রা-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত