চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার অবৈধভাবে বিদেশ থেকে আনা ৭ হাজার ২৬২ কার্টন (১৪ লাখ ৫২ হাজার ৪০০ পিস) সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। যার আনুমানিক মূল্য এক কোটি ১০ লাখ টাকা।
বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার সালাউদ্দিন রিজভী জানান, বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ নামের একটি ফ্লাইটে করে অবৈধভাবে সিগারেটের চালানটি আসে। সাত হাজার ২৬২ কার্টনে সুপার স্লিম ইজি স্পেশাল গোল্ড, ইজি স্পেশাল লাইট, মন্ড স্ট্রবেরি ফ্লেভার, বেনসন লাইট ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। পণ্যের চালানটিতে শর্তসাপেক্ষে আমদানি যোগ্য ও উচ্চ শুল্ককর আরোপযোগ্য পণ্য অর্থাৎ সিগারেট নিয়ে আসার মাধ্যমে বিপুল রাজস্ব ফাঁকির অপচেষ্টা করা হয়েছে।
এ ব্যাপারে আইনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
যৌন নির্যাতনের কারণে নিখোঁজের ২১ দিন পর কিশোরী রিতু পিবিআই হেফাজতে
আওয়ামী লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া: মঈন খান
হাসিনার লুটপাটকে থিম করে নতুন পোস্টার প্রকাশ