চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত সিগারেটের প্যাকেটে ১৪টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া এসব স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা বলে জানায় শুল্ক গোয়েন্দারা।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে বিমানবন্দরের কনভেয়ার বেল্টে পাওয়া সিগারেটের প্যাকেট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান বলেন, কনভেয়ার বেল্টে লাগেজের সঙ্গে সিগারেটের প্যাকেট দেখা যায়। পরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা প্যাকেট খুলে ১৪টি স্বর্ণের বার দেখতে পান। এর ওজন দেড় কেজি। এর বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শুল্ক গোয়েন্দাদের ধারণা, সকালে শারজাহ থেকে এয়ার আরাবিয়া এয়ারলাইন্স এ৯-৫২৬ ফ্লাইটে স্বর্ণের চালানটি বিমানবন্দরে এসেছে। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
—-ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে