চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগারের ময়লার ঝুড়ি থেকে ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ মে) রাতে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী ১ নম্বর কনভেয়ার বেল্টের পাশের শৌচাগারের কমোডের ময়লার ঝুড়ি থেকে সিগারেটের প্যাকেটে এসব স্বর্ণ পাওয়া যায়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) চট্টগ্রাম বিমানবন্দর দল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে এ চালানটি উদ্ধার করে। যার ওজন ৮১৬ গ্রাম।
শুল্ক গোয়েন্দাদের ধারণা, স্বর্ণগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (G9-520) বিমানবন্দরে এসে থাকতে পারে। যার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। এসব স্বর্ণের পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় স্বর্ণের মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে গণ্য হবে।
—–ইউএনবি

আরও পড়ুন
দেশের পথে জোবাইদা রহমান
৫টি নির্বাচন, ২৩টি আসন: কখনো পরাজিত হননি বেগম জিয়া
নারায়ণগঞ্জে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ৮