চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (৭ মার্চ) রাতে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এসময় তার কাছ থেকে সাতটি স্বর্ণের বার ও এক হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়।
আটক যাত্রী হলেন মোহাম্মদ আরমান উদ্দিন।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক একেএম সুলতান মাহামুদ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা শারজাহ থেকে আসা যাত্রীর ল্যাগেজ পরীক্ষা করে তার কাছে পাওয়া স্বর্ণের বার ও সিগারেট ডিএম মূলে আটক করে কাস্টমস হাউসের গুদামে জমা দিয়েছে। উদ্ধার করা এসব স্বর্ণ ও সিগারেটের মূল্য আনুমানিক ৫২ লাখ টাকা বলে জানায় কাস্টমস।
এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং আসামি হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।\
—–ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন