চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার এক নিরাপত্তারক্ষীকে পাচঁ কোটি টাকা মূল্যের ৮০টি স্বর্ণের বার পাচারের চেষ্টায় আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।
আটক ব্যক্তির নাম বেলাল। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন জানান, একটি গোপন তথ্যের ভিত্তিতে বেলালকে কাস্টমসের একটি দল চ্যালেঞ্জ করেছিল কারণ তিনি স্বর্ণের বার নিয়ে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
তিনি বলেন,‘তল্লাশির পর, আমাদের দল তার কাছে ১০ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার খুঁজে পেয়েছে। আমাদের সন্দেহ, আজ সকালে অবতরণ করা দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই স্বর্ণের বার আনা হয়েছিল।’
জব্দকৃত স্বর্ণের বারগুলোর বাজার মূল্য ৫ কোটি টাকা। ফরহাদ বলেন,‘বেলালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।’
—ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত