চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট বাজারের পূর্ব প্রান্ত থেকে রেলগেট পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকায় জারি থাকা ১৪৪ ধারার সময় আরো ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। খবর বাসস- এর।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ‘জনশৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে ১৪৪ ধারা জারির মেয়াদ ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৪৪ ধারা চলাকালে ওই এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল, মাইক ব্যবহার, গণজমায়েত, অস্ত্র বহন এবং পাঁচজনের বেশি লোক একত্রে অবস্থান করা সম্পূর্ণ নিষিদ্ধ।’
এর আগে শনিবার রাতে চবি’র এক ছাত্রীকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর রোববার দুপুরে হাটহাজারীর ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এক আদেশে রোববার দুপুর ২টা থেকে আজ সোমবার রাত ১২টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার আদেশ জারি করেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের কঠোর বার্তা
ডাকসু নির্বাচন ভন্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয়