January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 20th, 2023, 7:29 pm

চট্রগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ঝড়ের কারণে পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও দু’টি বগি লাইনচ্যুত হয়েছে।

শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে ঝড়ের কারণে রেললাইনের উপর পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।

আপাতত সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে ভানুগাছ রেল স্টেশন মাস্টার কবির আহমদ জানান, দুর্ঘটনার কারণে ঢাকাগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

—-ইউএনবি