ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ৩ জুন থেকে ৭ জুন পর্যন্ত নির্বাচনি এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের সময় ৩০০ প্লাটুন বিজিবি, দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি এবং প্রথম ধাপে মোট ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
—–ইউএনবি
আরও পড়ুন
সরকারি দপ্তরে তদবির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫
সুপার স্টার গ্রুপের ‘ক্যান্সার ট্রিটমেন্ট সাপোর্ট পলিসি’