January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 4th, 2024, 7:46 pm

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বুধবার

দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ২৬ জেলার ৬০টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার।

এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

৬০টি উপজেলা পরিষদের ১৮০টি পদের বিপরীতে মোট ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে ২৫১ জন চেয়ারম্যান প্রার্থী, ২৬৫ জন ভাইস চেয়ারম্যান এবং ২০৫ জন মহিলা (সংরক্ষিত) ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার (৪ জুন) নির্বাচন কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, ৬০টি উপজেলার ৫ হাজার ১৪৪টি ভোটকেন্দ্রে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ জন।

এর মধ্যে ছয়টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকি উপজেলায় প্রচলিত ব্যালট পেপার ব্যবহার করা হবে।

গত ২৪ এপ্রিল নির্বাচন কমিশন তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে।

সমতল জেলার প্রতিটি ভোটকেন্দ্র পাহারায় ১৭-১৯ সদস্যের একটি নিরাপত্তা দল এবং পার্বত্য চট্টগ্রাম ও অতি দুর্গম এলাকার একটি ভোটকেন্দ্র ১৯-২১ সদস্যের একটি নিরাপত্তা দল দায়িত্ব পালন করবে।

এবার চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৫০টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে কমিশন।

গত ৮ মে প্রথম ধাপে ১৩৯টি উপজেলা পরিষদে, দ্বিতীয় ধাপে গত ২১ মে ১৫৬টি উপজেলায় এবং ২৯ মে ৯০টি উপজেলায় তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়।

—–ইউএনবি