চতুর্থ রেমিট্যান্স ফেয়ার উদ্বোধন করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর নিউ ইয়র্ক পৌঁছাবেন ১৮ এপ্রিল। ১৯ ও ২০ এপ্রিল ২০২৫, দুই দিনব্যাপি অনুষ্ঠিতব্য রেমিট্যান্স ফেয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন তিনি। বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনিস লিংক যৌথভাবে এ মেলার আয়োজক। আর সহযোগী হিসেবে থাকছে- বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি। এবারের মেলা নিউ ইয়র্কে বাংলাদেশীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটের সানাই রেস্তোরাঁ ও পার্টি হলে অনুষ্ঠিত হবে। রেমিট্যান্স ফেয়ার-এর এবারের প্রতিপাদ্য- বৈধ রেমিট্যান্স, উন্নত বাংলাদেশ।
এবারের মেলায় গতবারের মতোই অংশগ্রহণ করবেন সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভলোপার, মানি একচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার। মেলায় এসব প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি এ নিয়ে বিভিন্ন সেমিনাল সিম্ফজিয়াম, কিউ অ্যান্ড এ সেশন এবং নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হবে। মেলা আয়োজক কমিটি রেমিট্যান্স ফেয়ার এবং অফশোর ব্যাংকিং নিয়ে একটি বিশেষ প্রকাশনাও রাখছে। যেখানে লিখছেন খ্যাতিমান অর্থনীতিবিদ, অধ্যাপক, ব্যাংকার।

এরই মধ্যে মেলায় বিশেষ অতিথি হিসেবে যাঁরা অংশগ্রহণ নিশ্চিত করেছেন, তাদের মধ্যে রয়েছেন- ড. মোঃ হাবিবুর রহমান, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক, মনোয়ার উদ্দীন আহমেদ, পরিচালক, বাংলাদেশ ব্যাংক, মোঃ হাফিজুর রহমান, প্রশাসক, এফবিসিসিআই, মোহাম্মদ মুসলিম চৌধুরী, চেয়ারম্যান, সোনালী ব্যাংক পিএলসি, আব্দুল হাই সরকার, চেয়ারম্যান, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস, সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, চেয়ারম্যান, অগ্রণী ব্যাংক পিএলসি,আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারম্যান, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ওবায়েদ উল্লাহ আল মাসুদ, চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, নজরুল ইসলাম স্বপন, চেয়ারম্যান, এক্সিম ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, মোঃ মেহমুদ হোসেন, চেয়ারম্যান, আইএফআইসি ব্যাংক পিএলসি, মনজুরুর রহমান, চেয়ারম্যান, পূবালী ব্যাংক পিএলসি,মোহাম্মদ আব্দুল আজিজ, চেয়ারম্যান, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি, ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান, চেয়ারম্যান, এসবিএসি ব্যাংক পিএলসির, মতি উল হাসান, ব্যবস্থাপনা পরিচালক, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক, পূবালী ব্যাংক পিএলসি, তারেক রিয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ব্যাংক পিএলসি প্রমুখ। এছাড়া বাংলাদেশ এবং আমেরিকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ মেলায় উপস্থিত থাকবেন।
মেলায় আর্থিক প্রতিষ্ঠানের স্টলে প্রবাসী বাংলাদেশিদের ব্যাংক একাউন্ট খোলার সুযোগ থাকবে। এর বাইরে নানারকম সেমিনার-সিম্ফোজিয়ামের আয়োজন থাকছে। এছাড়া নেটওয়ার্কিং সেশনে অংশ নিবেন নিউ ইয়র্ক ফিনান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্ট এবং প্রধান প্রধান মানি একচেঞ্জ কোম্পানিসমূহ। যার মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং রেমিট্যান্স খাতের সর্বশেষ উদ্ভাবনসমূহ এখানে প্রদর্শিত হবে।
রেমিট্যা্স নিয়ে এ মেলায় অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স চ্যানেল পার্টনার, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, অফশোর ব্যাংকিং সেবা প্রদানকারী, মানি ট্রান্সফার এবং রেমিট্যান্স অ্যাপ, প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তাবৃন্দ। তার সঙ্ড়ে দর্শনার্থী হিসেবে পরিদর্শন করবেন রেমিট্যান্স প্রেরণকারী মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসী, পেশাজীবী সম্প্রদায় ও সাংস্কৃতিক সংস্থার সদস্য, প্রবাসী ফোরাম ও সমিতির সদস্য, প্রবাসী উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রমুখ। রেমিট্যান্স সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে গত বছরের মতো এরবারও সেসব প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে- সেরা ১০ জন বাংলাদেশি-আমেরিকান রেমিট্যান্স প্রেরক, বাংলাদেশের শীর্ষ ৩ রেমিট্যান্স রিসিভার ব্যাংক, শীর্ষ ৩ মানি এক্সচেঞ্জ কোম্পানি/রেমিট্যান্স চ্যানেল পার্টনারকে পুরস্কৃত করা হবে।
২০২৫ সালে অনুষ্ঠিতব্য রেমিট্যান্স ফেয়ারে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দৈনিক ‘বণিক বার্তা, অর্থনীতি বিষয়ক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সাপ্তাহিক ‘ঠিকান’, একাত্তর টিভি ও নিউ ইয়র্ক ভিত্তিক টেলিভিশন চ্যানেল টিবিএন২৪। ১৯-২০ এপ্রিল ২০২৫, শনিবার এবং রবিবার, প্রতিদিন বিকাল ৩টা – রাত ৮টা মেলা চলবে। আর দর্শনার্থি মেলা পরিদর্শন করতে পারবেন বিনা টিকেটে।
আরও পড়ুন
ঈদের আগে চমক দেখালো এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
নয়ছয় হিসাব দেখিয়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর পাঁয়তারা
পরিবেশবান্ধব টেকসই বিদ্যুৎ নিশ্চিতে ওয়ালটনের ১৩ মডেলের হাইব্রিড সোলার সলিউশন