চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গত দুই দিনে বাংলাদেশ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।
বুধবার সকাল থেকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর, পুলিশ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষে ছাত্রলীগের চবি শাখার উপ-দপ্তর সম্পাদক রমজান হোসেন গুরুতর আহত হন। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের সামনেই বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের মধ্যে আবারও সংঘর্ষ হয়।
সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেসময় পুলিশ এলাকাটি ঘিরে রেখেছিল।
পরে র্যাব-৭ এর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
পাকিস্তানে এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ ৫ জন নিহত
ইলিশের বাজারে স্বস্তি, প্রতি কেজিতে কমেছে ৭০০ টাকা
কুলাউড়ায় বরমচাল ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন