নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৫ হাজার ২০১ জন অকৃতকার্য হয়েছেন। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৭১ দশমিক ৮৭ শতাংশ। অপরদিকে কৃতকার্য হয়েছেন ১০ হাজার ৩০১ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ২৮ দশমিক ১৩ শতাংশ। শনিবার ও রোববার প্রতিদিন দুই শিফটে সম্পন্ন হয় এ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে অংশ নেন ৩৫ হাজার ৫০২ ভর্তিচ্ছু। মোট আবেদন জমা পড়েছিল ৫৪ হাজার ২৫২টি। সমাজবিজ্ঞান ও আইন অনুষদের সব বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদের (বিজ্ঞান ও মানবিক গ্রুপের জন্য) সব বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান (মানবিক গ্রুপের জন্য) বিভাগ নিয়ে গঠিত এ ইউনিট। ইউনিটটিতে আসন রয়েছে এক হাজার ১৬০টি। ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ভোর রাতের দিকে আমরা ফল তৈরি করেছি। শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ দুর্ঘটনা, ৭ গাড়ির সংঘর্ষে আহত ২০
ইংরেজি নববর্ষে আতশবাজি–উচ্চশব্দে গানে অতিষ্ঠ হয়ে ৯৯৯-এ ৩৮১ অভিযোগ
এনইআইআর চালু হলেও ৯০ দিনে বন্ধ হবে না অবৈধ হ্যান্ডসেট: ফয়েজ তৈয়্যব