Thursday, November 4th, 2021, 8:58 pm

চবির ‘ডি’ ইউনিটে ৭২ শতাংশই অকৃতকার্য

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৫ হাজার ২০১ জন অকৃতকার্য হয়েছেন। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৭১ দশমিক ৮৭ শতাংশ। অপরদিকে কৃতকার্য হয়েছেন ১০ হাজার ৩০১ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ২৮ দশমিক ১৩ শতাংশ। শনিবার ও রোববার প্রতিদিন দুই শিফটে সম্পন্ন হয় এ ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে অংশ নেন ৩৫ হাজার ৫০২ ভর্তিচ্ছু। মোট আবেদন জমা পড়েছিল ৫৪ হাজার ২৫২টি। সমাজবিজ্ঞান ও আইন অনুষদের সব বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদের (বিজ্ঞান ও মানবিক গ্রুপের জন্য) সব বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান (মানবিক গ্রুপের জন্য) বিভাগ নিয়ে গঠিত এ ইউনিট। ইউনিটটিতে আসন রয়েছে এক হাজার ১৬০টি। ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ভোর রাতের দিকে আমরা ফল তৈরি করেছি। শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।