January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 30th, 2021, 9:39 pm

চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ৪৮ শতাংশ

ফাইল ছবি

জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন চার হাজার ৮৭১ পরীক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৪৮ দশমিক ৮ শতাংশ। এছাড়া ১০০ নম্বরের এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ২৬১ পরীক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর ৫১ দশমিক ৯৩ শতাংশ। গত শুক্রবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১০ হাজার ১৩২ শিক্ষার্থী। বিপরীতে এ ইউনিটে আবেদন জমা পড়েছিল ১৩ হাজার ৯১৮টি। এ ইউনিটে আসন রয়েছে ৪৪১টি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক এসএম সালামত উল্ল্যাহ ভূঁইয়া বলেন, গত শুক্রবার রাতেই রেজাল্ট প্রস্তুত করে আইসিটি সেলে জমা দেওয়া হয়েছে। আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম সকালে বলেন, ফলাফল ওয়েবসাইটে আপলোডের প্রক্রিয়া চলছে। আজকেই শিক্ষার্থীরা তা জানতে পারবেন।