অনলাইন ডেস্ক :
শ্রীলঙ্কার প্রথম ইনিংস প্রত্যাশিত সীমার মাঝেই থামানো গেছে। এখন প্রয়োজন বাংলাদেশি ব্যাটারদের সেরা পারফরম্যান্স। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে সোমবার (১৬ মে) সেটাই করে দেখালেন দুই ওপেনার তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় দিন শেষে ১৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭৬ রান। তামিম ৩৫* এবং মাহমুদুল ৩১* রানে অপরাজিত আছেন। শেষ বেলা হলেও ভালোই ব্যাট চালিয়েছেন তামিম-মাহমুদুল। ওভারপ্রতি রান উঠেছে ৪ করে। তামিম চারটি এবং মাহমুদুল পাঁচটি বাউন্ডারি হাঁকিয়েছেন। এই ১৯ ওভারের মাঝেই চার বোলার ব্যবহার করেছে শ্রীলঙ্কা। তবে সাফল্য আসেনি। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩২১ রানে পিছিয়ে বাংলাদেশ, হাতে আছে ১০ উইকেট। এর আগে ৩৯৭ রানে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়। অ্যাঞ্জেলো ম্যাথুজ করেন ১৯৯ রান। তাকে সাকিব আল হাসানের তালুবন্দি করেই লঙ্কানদের ইনিংসের ইতি টেনে দেন তরুণ স্পিনার নাঈম হাসান। ইনিংসে ২২ বছর বয়সী নাঈমের সংগ্রহ ৬ উইকেট। ৩০ ওভার বল করে ৪টি মেডেনসহ তিনি দিয়েছেন ১০৫ রান। এ ছাড়া ৩৯ ওভারে ১২ মেডেনসহ মাত্র ৬০ রানে ৩ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। তাইজুল নিয়েছেন ১টি।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’