January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 9th, 2022, 7:42 pm

চরাঞ্চলের মানুষের গল্প নিয়ে সোহেলের ‘নয়া মানুষ’

চরাঞ্চলের মানুষের গল্প ও গতানুগতির ধারার বাইরে ঢাকাই সিনেমায় প্রায় উঠে এসেছে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গল্প। ‘নয়া মানুষ’ সেই সারির নির্মিতব্য একটি সিনেমা। এটি আ. মা. ম. হাসানুজ্জামানের বেদনার বালুচর গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মিত হচ্ছে। পরিচালনায় রয়েছেন সোহেল রানা।

‘নয়া মানুষ’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন রওনক হাসান এবং মৌসুমী হামিদ। এছাড়াও রয়েছেন আশিষ খন্দকার, বদরুদ্দোজা, সরন সাহা, আ.মা.ম হাসানুজ্জামান, নিলুফার ওয়াহিদ পাপড়ি, সানজানা, পারভিন পারু, মাহিন রহমান, এ্যাঞ্জেলা, শিশু শিল্পী উষশীসহ চরের প্রায় ২০০ বাসিন্দা।

সিনেমাটি নির্মাণের অভিজ্ঞতা প্রসঙ্গে পরিচালক সোহেল রানা ইউএনবিকে বলেন, ‘চাঁদপুরের একটি চরে আমরা সিনেমাটির শুটিং করছি। প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে বাকি অংশের কাজ শিগগিরই শেষ করব। শুটিংয়ের মাঝে আমরা ঘূর্ণিঝড় সিত্রাং-এর কবলে পড়ি। ঝড়ের খবর আগেই জানতাম। সিনেমার গল্পের জন্য ঝড়টা আমাদের দরকার ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমাদের সেট নষ্ট হয়ে যাওয়ায় বিরতি দিতে হয়।’

নদীর এক কূল ভেঙে অন্য কূল গড়ে- তেমনি ভাসতে ভাসতে মানুষও এক চর থেকে আরেক চরে চলে যায়। নতুন মানুষ চরে এলে কীরকম সংকট বা সমস্যার সৃষ্টি হয় সেটা নিয়েই গল্প। পরিচালক জানান সিনেমায় প্রেম, প্রকৃতি, ভালোবাসার ও জীবনদর্শনের গল্পও দেখা যাবে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগামাধ্যমে দুর্গম চরের শুটিংয়ের ছবি প্রকাশ করে মানুষের আগ্রহ তৈরি করেছেন রওনক হাসান। তিনি বলেন, ‘চরিত্রটা আমার জন্য খুব উপভোগ্য। পাশাপাশি যে চরে শুটিং করছি সেটা খুব সুন্দর। সবমিলিয়ে ভালো লাগছে। টিমের সবাই আন্তরিক।’

‘নয়া মানুষ’ ছবিতে মৌসুমীর অভিনীত চরিত্রের নাম সুজলা। তবে পুরোপুরি সুজলা হতে নির্ভর করতে হচ্ছে পরিচালকের ওপর। কারণ হিসেবে বলেন, ‘এই সিনেমাটির অফার আমার কাছে একেবারেই হুট করে। তারপর প্রস্তুতি নেওয়ার জন্য খুব বেশি সময় পাইনি। আমি সাধারণ সিনেমার শুটিংয়ের আগে বেশ কিছুদিন সময় নিই। চরিত্রটা নিজের মধ্যে লালন-পালন করি। তারপর শুটিংয়ে যাই। কিন্তু এবার সেটা হওয়ার সুযোগ হচ্ছে না। পরিচালক বলেছেন তিনি সহযোগিতা করবেন। ভরসা এখন উনি।’

—-ইউএনবি