অনলাইন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় তারকা সালমান খান। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। পাশাপাশি নিজের উপার্জনে গড়ে তুলেছেন অর্থ-সম্পত্তির পাহাড়। কোটি টাকার মালিক হয়েও সাদাসিধে জীবনযাপন করেন সালমান। আবারও তার প্রমাণ দিলেন চলচ্চিত্রে উৎসবে। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে সালমান অভিনীত সিনেমা ‘টাইগার থ্রি’। তবে সফলতার মুখ দেখলেও ‘পাঠান’, ‘জওয়ান’র রেকর্ড ভাঙতে ব্যর্থ হয়েছে সিনেমাটি! এ দিকে ‘টাইগার থ্রি’র সাফল্যের পরও ছেঁড়া জুতা পরেই আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে সিনেমার প্রচারণায় হাজির হন সালমান। জানা গেছে, সম্প্রতি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) অংশগ্রহণ করতে গোয়াতে গিয়েছিলেন সালমান। অভিনেতার প্রযোজনা সংস্থার ব্যানারেই নির্মিত সিনেমা ‘ফারে’র প্রচারে যখন সালমান মঞ্চে উঠেন, ঠিক তখনই পাপারাৎজ্জিদের চোখ যায় তার পায়ের দিকে।
পাপারাৎজ্জিদের ক্যামেরার লেন্সেই ধরা পড়ল সালমানের ছেঁড়া জুতা। আর মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কোটি কোটি টাকার মালিক হয়েও সালমানের এমন সাদামাটা অভ্যাস রীতিমতো নজর কাড়ে নেটিজেনদের। প্রিয় তারকার এমন কীর্তি দেখে শোরগোলের সীমা নেই ভক্তদেরও। একজন লিখেছেন, ফের নতুন ট্রেন্ড শুরু হলো সালমানের! আরেকজন লেখেন, এই জুতা জোড়া পরে হয়তো খুব আরামবোধ করেন সালমান। আবার অনেক ভক্তের দাবি, আরে উনি সালমান খান, ওনার এত দেখানোর প্রয়োজন পড়ে না।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত