অনলাইন ডেস্ক :
ভারতের মাটিতে চলছে এক দিনের ক্রিকেট বিশ্বকাপ। চলতি বিশ্বকাপে সেমিফাইনাল এবং ফাইনাল মিলিয়ে বাকি আছে এখনো গোটা দশেক ম্যাচ। তবে গত সোমবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচে গঠে যায় এক ভিন্নধর্মী রেকর্ড। এ ম্যাচের প্রথম ইনিংসে ১১তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান শঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস। যা ম্যাচের প্রথম এবং এবারের বিশ্বকাপ আসরের ৪৬৪তম ছক্কা। যা ছাড়িয়ে গেছে পূর্বের সব বিশ্বকাপের ছক্কার রেকর্ডকে। এর আগে বিশ্বকাপের এক আসরে এত ছক্কা আগে দেখেনি ক্রিকেট বিশ্ব। এর আগে ২০১৫ সাথে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে মোট ছক্কা হয়েছিল ৪৬৩টি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে গড়ানো সেই বিশ্বকাপের রেকর্ড পরের আসরেও অক্ষুণœ ছিল।
২০১৯ বিশ্বকাপে মোট ছক্কা হয়েছিল ৩৫৭টি। সর্বোচ্চ ছক্কার তালিকায় ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ আছে চতুর্থ স্থানে। আর তৃতীয় স্থানে আছে ২০০৭ বিশ্বকাপ। সেবার সব দল মিলে মোট ছক্কা হাঁকিয়েছিল ৩৭৩টি। দলগত ভাবে এবারের বিশ্বকাপ আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে দক্ষিণ আফ্রিকা, তাদের ছক্কার সংখ্যা ৮২টি। পরের অবস্থানে আছে যথাক্রমে-নিউজিল্যান্ড (৬৬), অস্ট্রেলিয়া (৬৪), পাকিস্তান (৫৪), ভারত (৫৪), শ্রীলঙ্কা (৩৬*), ইংল্যান্ড (৩৩), বাংলাদেশ (৩০), আফগানিস্তান (২৭) এবং নেদারল্যান্ডস (১৮)। ভারতের মাটিতে বিশ্বকাপে ব্যক্তিগত ছক্কার হিসাবে এগিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা, তার ছক্কার সংখ্যা ২২টি। এরপর দ্বিতীয় স্থানে অবস্থান করছে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার, তার মোট ছক্কা ২০টি এবং তৃতীয় স্থানে অবস্থান করা দক্ষিণ আফ্রিকা কুইন্টন ডি ককের ছক্কা ১৮টি। আর মাত্র তিন ম্যাচ খেলেই ১৮টি ছক্কা মেরেছেন পাকিস্তান ওপেনার ফখর জামান। ডি ককের সঙ্গে যৌথভাবে তিনে আছেন তিনি।
আরও পড়ুন
টেস্ট ক্রিকেট: মরণদশা থেকে বাঁচানোর উপায় কী
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?