নিজস্ব প্রতিবেদক :
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
বুধবার (০৪ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তথ্য জানিয়েছে।
কিউইরা ২৪ আগস্ট ঢাকায় পৌঁছাবে। ১ সেপ্টেম্বর সিরিজর প্রথম ম্যাচ শুরু হবে। বাকি ম্যাচগুলো ৩, ৫, ৮, ১০ সেপ্টেম্বর হবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের মতো নিউজিল্যান্ডের সাথেও সব ম্যাচই শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।
সেপ্টেম্বর-অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু সিরিজটি ২০২৩ সালের মার্চে পুননির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। স্বাগতিকরা মঙ্গলবার প্রথম ম্যাচ ২৩ রানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে।
আরও পড়ুন
একটা ধাক্কায় কোহলির ৪ লাখ টাকা জরিমানা
মাশরাফি–সাকিব কি খেলবেন বিপিএলে?
মিমো-নিলয়দের প্যাডসর্বস্ব দল হারালো বিমানবাহিনীকে