চলন্ত বাসে এক নারীকে হেনস্তা ও মারধরের অভিযোগে রমজান পরিবহনের হেলপার নিজামুদ্দিন (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাব-৪ এর একটি দল তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
র্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি গণমাধ্যমকে বলেন, “ভিডিও ফুটেজে দেখা গেছে নিজামুদ্দিন বাসে এক নারী যাত্রীকে মারধর করছেন।”
এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, গ্রেপ্তার নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
জানা গেছে, গত ২৯ অক্টোবর ‘রমজান পরিবহন’ নামের একটি বাসে সিদরাতুল মুনতাহা রহমান নামের এক নারী যাত্রীকে হেলপার নিজামুদ্দিন হেনস্তা করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
ভুক্তভোগী সিদরাতুল মুনতাহা রহমান পরদিন ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, “আমি এই ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন।”
তিনি আরও জানান, ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি কথা বলেছেন।
এনএনবাংলা/

 
                
আরও পড়ুন
ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে: ইসি আনোয়ারুল
যাত্রাবাড়ীতে ‘চোর সন্দেহে’ বিআইডব্লিউটিএ কর্মীকে পিটিয়ে হত্যা
রাজধানীর তুরাগে প্রাইভেট কারচাপায় পথচারী নিহত, চালককে গণপিটুনি