May 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 6th, 2025, 4:29 pm

চলে গেছে চিটাগাং কিংসের ইয়াশা !

 

শেষ প্রান্তে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বুধবার (০৫ ফেব্রুয়ারি) নাটকীয় ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে চিটাগং কিংস। আর মাত্র একটি ম্যাচ, তারপরই পর্দা নামবে একাদশ আসরের। তবে নানা কারণে এবারের আসর আলোচিত-সমালোচিত।

তার মধ্যে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব ইয়াশা সাগর। মাঠে তারকার অভাব এই কানাডিয়ান মডেলকন্যার গ্ল্যামারে অনেকটাই ঢাকা পড়েছিল। চিটাগাং কিংসের এ কানাডিয়ান হোস্টকে ঘিরে দর্শক-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে। আকর্ষণীয় লুক ও মায়াবি চাহনি-হাসিতে অল্প দিনেই হয়ে উঠেছিলেন পরিচিত মুখ।

তবে আসরের শেষাংশে এসে পর্দার অন্তরালে চলে যান ইয়াশা সাগর। যা নিয়ে নানান গুঞ্জন চলছিল। দানা বাঁধছিল রহস্য। অবশেষে পর্দা উন্মোচিত হচ্ছে ইয়াশা সাগরের অন্তরালে চলে যাওয়ার রহস্য।

ইয়াশার চলে যাওয়ার কারণ নিয়ে ভক্ত-সমর্থকের মাঝে তৈরী হয়েছিল কৌতুহল। পরে জানা যায়, মালিক পক্ষের সঙ্গে পারিশ্রমিক নিয়ে কিছুটা ঝামেলা চলছিল ইয়াশার। মালিক পক্ষ উকিল নোটিশও দিয়েছিল। এরপরই চলে যান ইয়াশা।

তার চলে যাওয়ার কারণ জানতে চাইলে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী বলেন, আমার সঙ্গে কথা হয়েছিল শেষ সপ্তাহে বাকি পেমেন্টগুলো দেব। এখানে পেমেন্টের কোনো বিষয় না। তাকে স্পন্সরদের কাজ দিলে কাজ রিজেক্ট করে। কোনো কাজের জন্য অতিরিক্ত পেমেন্ট দাবি করে।

তিনি আরও যোগ করেন, আমি তো কন্টাক্ট সাইন করেছি। যখন না করতেছে তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। পরে চলে গেছে। কন্টাক্টে লেখা শেষ সপ্তাহে টাকা দেয়ার কথা। পরে তাহলে চলে গেল কেন?

প্রসঙ্গত, ইয়াশা অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও বিভিন্ন দেশে কাজ করে থাকেন। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে অফিসিয়াল হোস্ট হিসেবে এসেছিলেন তিনি।