January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 18th, 2022, 7:58 pm

চলে গেলেন অভিনেতা আফজাল হোসেনের মা

অনলাইন ডেস্ক :

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেনের মা মনুয়ারা খানম মারা গেছেন। রোববার দিবাগত রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েক দিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বার্ধক্যজনিত ও কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। রোববার দিবাগত রাত ৮টা দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জানা গেছে, সোমবার সাতক্ষীরার পারুলিয়া গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে।