অনলাইন ডেস্ক :
না ফেরার দেশে পাড়ি জমালেন আফগানিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী কামার গুলা। তিনি কানাডার টরেন্টার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে মারা যান। আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মেলোডি কুইন’ খ্যাত এ কণ্ঠশিল্পী পাঁচ দশকেরও বেশি সময় ধরে সংগীতচর্চা করেছেন। পশতু ভাষার সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি আফগানিস্তান এবং পাকিস্তান উভয় দেশেই বিভিন্ন সময় মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছিলেন। ১৯৫২ সালে আফগানিস্তানের নাংনাহার প্রদেশে জন্মগ্রহণ করেন এবং মাত্র সাত বছর বয়সে ক্যারিয়ারের প্রথম ধাপ শুরু করেন। তবে শুরুটা ভালো ছিল না কামারের। প্রথমে নানা ধরণের চড়াই-উতরাই পার করে ২২ বছর পরে রেডিও এবং টেলিভিশনে প্রথম তার পশতু লোকগান সম্প্রচার হয়েছিল। আর তখন থেকেই জনপ্রিয়তায় শীর্ষে চলেন আসেন তিনি।কামার গুলা পশতু লোকসংগীতে অবদানের জন্য ২০০টিরও বেশি পুরস্কার এবং প্রশংসাপত্র লাভ করেছিলেন। সত্তরের দশকে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছান। আফগানিস্তানে তিনি ছিলেন দ্বিতীয় নারী সংগীতশিল্পী, যাকে রেডিও-টেলিভিশনে গান গাইতে দেখা যেত। এই গুণী সংগীত শিল্পীর মৃত্যুতে বিশ্বের অনেক সংগীতশিল্পী দুঃখ প্রকাশ করেছেন।
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’