December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, June 19th, 2021, 12:27 pm

চলে গেলেন কিংবদন্তী দৌড়বিদ মিলখা সিং

অনলাইন ডেস্ক :

বিশ্ব ইতিহাসের কিংবদন্তী দৌড়বিদ ভারতের মিলখা সিং আর নেই। করোনা পরবর্তী জটিলতায় ভুগে ৯১ বছর বয়সে মারা গেলেন বহুল পরিচিত এই ‘ফ্লাইং শিখ’।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় শুক্রবার ভারতের স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে মারা যান বিশ্বখ্যাত এই দৌড়বিদ। এর আগে গত ১৩ জুন করোনা পরবর্তী জটিলতা মারা গিয়েছিলেন তার স্ত্রী নির্মল কৌর।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার স্মরণে টুইটার হ্যান্ডেলে নিজের স্মৃতি কথা তুলে ধরেন মোদি।

মিলখা সিং তার অসামান্য জীবনে, এশিয়ান গেমসে চার বার গোল্ড মেডেল, ১৯৬০ এর রোম অলিম্পিকে ৪০০ মিটার দৌড়ে চতুর্থ হন। এছাড়া ১৯৫৮ সালে ভারতের প্রথম কমনওয়েলথ গোল্ড মেডেল অর্জন করেন তিনি।

মিলখা সিং অবিভক্ত ভারতের মুলতানে (বর্তমানে পাকিস্তানে) পরিবারের সাথে বসবাস করতেন। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় দাঙ্গায় তার পরিবারের করুণ মৃত্যুর পর থেকেই ছুটতে থাকা এক কিশোর ছুটতে ছুটতে ইতিহাসকে পিছে ফেলে দেন।

তার জীবনের ঘটনা নিয়েই ২০১৩ সালে নির্মিত হয় ‘ভাগ মিলখা ভাগ’ চলচ্চিত্র।