January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 16th, 2022, 7:30 pm

চলে গেলেন গীতিকবি-সুরকার স্বপ্নীল

অনলাইন ডেস্ক :

গীতিকবি-সুরকার এফ এইচ সরকার স্বপ্নীল আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাত ১১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৩ বছর। স্বপ্নীলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও স্বপ্নীলের ভাগ্নে রাজীব। স্বপ্নীলের ভাগ্নে রাজীব বলেন, যাত্রাবাড়ীতে বোনের বাসায় ছিলেন গীতিকার-সুরকার স্বপ্নীল। শনিবার সন্ধ্যায় হঠাৎ তিনি অসুস্থবোধ করেন। এরপর তাকে প্রথমে ইসলামিয়া হাসপাতাল, পরে হলি ফ্যামিলি এবং জাতীয় হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ঘুরে নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে চিকিৎকরা তাকে বাচানোর জন্য স্যালাইন ও ইনজেকশন দেন। কিন্তু এর কিছুক্ষণ পরই রাত ১১টায় মারা যান তিনি। স্বপ্নীলের প্রায় দুই দশকের গানজীবনের বেশিরভাগ সময় এই দুই শিল্পীর সঙ্গেই কাটিয়েছিলেন। স্বপ্নীলের গ্রামের বাড়ি কুমিল্লায়। তবে তিনি বেড়ে উঠেছেন চট্টগ্রামে। গানের টানেই ১৯৮৮-৮৯ সালের দিকে ঢাকায় চলে আসেন তিনি। স্বপ্নীলের লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে আয় প্রাণের উৎসবে, রোদেলা দুপুরে, জল ছায়া, এখনই বিদায় বলো না, মাঝিরে প্রভৃতি। স্বপ্নীলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে গীতিকবি সংঘ বাংলাদেশ।